চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় হেফাজতে ইসলাম বাংলাদেশ, রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শাসন পতন এবং চলমান নৈরাজ্য প্রতিরোধে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ আগষ্ট) বিকালে চন্দ্রঘোনা ইউনিয়নের লিচুবাগান ফেরিঘাট জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মোটর শোভাযাত্রা শুরু হয়ে উপজেলার কোদালা, শিলক, সরফভাটা, পৌরসভা,স্বনির্ভর রাঙ্গুনিয়া, মরিয়ম নগর, চন্দ্রঘোনা ইউনিয়নের বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ শেষে শান্তি সমাবেশের মাধ্যমে শেষ হয়।
হেফাজতের নেতা মাওলানা মুহাম্মদ নাছির উদ্দীন এর সভাপতিত্বে ও হেফাজত নেতা আবু বক্কর সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় হেফাজত নেতা মাওলানা আবদুল খালেক,রাঙ্গুনিয়া হেফাজতের নেতা মাওলানা রাশেদুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্র- জনতার ব্যানারে দীর্ঘ ১৬ বছর পর স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, দেশের ছাত্রসমাজ ও আপামোর জনতা আজ মুক্ত। আমরা চাই অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী নির্বাচন হবে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। সে নির্বাচনে জনগনের ভোটের মাধ্যমে দেশের সাধারন মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে এবং বর্তমান যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে তা অনতিবিলম্বে বন্ধ করার আহবান জানাচ্ছি।
এসময় আরো উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া হেফাজতের নেতা হাফেজ তাজুল ইসলাম,মাওলানা ওসমান, নুরুল আলম,আবদুল আজিজ, দিদারুল আলম, কামরুল ইসলাম,শাহাদাত হোসেন,মাওলানা রায়হান,হেফাজত এর ছাত্রনেতা মুহাম্মদ তারেকুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ।