

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গুনগুনিয়া বেতাগী হাজী মুড়া মধ্যম পাড়া এলাকাবাসী ও প্রবাসীদের উদ্যাগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল শনিবার (৮ সেপ্টেম্বর ) রাতে হাজী মুড়া মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

গুনগুনিয়া বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব মুহাম্মদ ইসহাক মাস্টার এর সভাপতিত্বে মাহফিলে উদ্বোধক ছিলেন আলহাজ্ব আবুল বশর চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম দস্তগীর,প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা লাকসাম জালালীয়া দরবার শরীফের মাওলানা হাফেজ কারী রায়হান জালালী আশেকী,স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী যুবসেনা, বেতাগী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ জাবেদ মুন্সীসহ বিশেষ অতিথি প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান, প্রবাসী হারুন,আবদুল করিম প্রমূখ।

গুনগুনিয়া বেতাগী তৈয়বীয়া জামে মসজিদ এর পেশ ইমাম হাফেজ মাওলানা আবদুল জলিল এর সঞ্চালনায় মাহফিলে প্রধান বক্তা ছিলেন বাঁচা বাবা শাহী জামে মসজিদ এর খতিব মাওলানা নঈম উদ্দীন নঈমী মাইজভান্ডারি,প্রধান ওয়ায়েজীন ছিলেন মরিয়ম নগর ইসলামীয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবদুল শাক্কুর আল কাদেরী, বিশেষ ওয়ায়েজীন কাজীর জামে মসজিদ এর খতিব হাফেজ মুহাম্মদ শাওয়াল হোসেন কাদেরী।

মাহফিলের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করেন মাওলানা নঈম উদ্দীন নঈমী মাইজভান্ডারি।