

চট্টগ্রামের স্বনামধন্য মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রাঙ্গুনিয়া মডার্ন ব্লাড ডোনেশন ক্লাব(RMBDC) ‘র নবম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে পোমরা খাঁ মসজিদ সংলগ্ন হেফজ ও এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে উদযাপন করা হয়।
সংগঠনের সভাপতি ও এডমিন এম. আর মামুনুল হক এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া মডার্ন ব্লাড ডোনেশ ক্লাবের উপদেষ্টা ডেন্টিস মুহাম্মদ শহিদুল ইসলাম,উদ্ধোধক ছিলেন প্রতিষ্টাতা সদস্য মুহাম্মদ রফিকুল ইসলাম।

সংগঠনের সহ সাধারন সম্পাদক ও এডমিন জিয়া রাকিব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ তারেক জে.আর, সংগঠন’র মডারেটর ফরহাদ,কার্যকরী সদস্য মুহাম্মদ নয়ন, মুহাম্মদ আকবর শাহ, আরেফিন বাবু, মুহাম্মদ রাসেল, জমির হোসাইন, আসিফুল ইসলাম তাউসিফ,মোহাম্মদ হেলাল,মীর ফরহাদ, আকবর হোসেন প্রমূখ।

এসময় সংগঠনের সদস্যরা বলেন “আমরা দেখতে দেখতে নয় বছর পেরিয়ে দশ বছরে পদার্পন করেছি। নবউদ্যোমে আমরা সামনে এগিয়ে যেতে চাই।।” অনুষ্ঠানে শেষে RMBDC প্রবাসী পরিষদের সহযোগীতায় হেফজ ও এতিম খানায়- চাল, ডাল তেল, মাছ, ফলমূল, সবজি বাজার সহ দশ দিনের খাদ্য সামগ্রি তুলে দেয়া হয়।।