চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় উগ্রবাদী ইসকনকে নিষিদ্ধ ও সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে শিলক মুসলিম ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে বিক্ষোভ মিছিল শিলক ইউনিয়ন পরিষদের প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কুদ্দুস মার্কেট হয়ে শিলক বাজারে বাজার চত্বরে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ এর মাধ্যমে হয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানা শহীদ সালাহ উদ্দীন কাদের চৌধুরী স্মৃতি ঐক্য পরিষদের সভাপতি যুবদল নেতা মঈন উদ্দিন এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাবেক মেম্বার শিমু বড়ুয়া,কাজী মহিউদ্দিন, হামিদুল হক, মোক্তার বিন হারুন,মুহাম্মদ বশির, মুহাম্মদ বকতিয়ার, মুহাম্মদ ইস্কান্দার, মুহাম্মদ জয়নাল,নুরুল কবির মেম্বার, মুহাম্মদ নুরুন্নবী মেম্বার, মুহাম্মদ মামুন, কাজী সাব্বির আহমদ, মন্জুর ইসলাম,মুহাম্মদ ওসমান, মুহাম্মদ সাইফুল ইসলাম,ফরহাদুল ইসলাম, মুহাম্মদ সোহেল,মুহাম্মদ সাকির, জিয়াউর রহমান, মুহাম্মদ সালাউদ্দিন, মুহাম্মদ মিজান, মুহাম্মদ হাসান, মুহাম্মদ আবচার, মুহাম্মদ বেলালসহ সর্বস্থরের জনগণ।
এসময় বক্তারা আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকাণ্ডে জড়িত ভারতীয় এজেন্ট ইসকনকে দ্রুত নিষিদ্ধ ঘোষণা করার দাবিসহ সরকার এ বিষয়ে ব্যবস্থা না নিলে আরও কঠোর আন্দোলনের ডাক দেয়ার ঘোষণা দেস । আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রতিবাদ সমাবেশের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাত করেন মুফতি মাওলানা আনাস মাদানি। এছাড়াও প্রতিবাদ সমাবেশে মাওলানা আনাস মাদানিসহ স্থানীয় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ও বক্তব্য রাখেন।