মহান বিজয় দিবস উপলক্ষে দিবসের প্রথম প্রহরে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান শহীদদের স্মরণে শহীদ মিনারে আবুধাবি বিএনপির সভাপতি ও সরফভাটা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ইসমাইল তালুকদার তালুকদারের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন।
সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১২টা বেজে ১ মিনিটে সরফভাটা ওযার্ড বিএনপি’র আয়োজনে ছনাগাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে পরবর্তীতে উপজেলা প্রশাসনের শহীদ মিনার ও জাতীয় স্মৃতিসৌধে এ শ্রদ্ধা নিবেদন করেন।
সরফভাটা ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এসময় আহমদ ছাফা, গিয়াস উদ্দিন তালুকদার,আমিনুর ইসলাম টিপু, আবদুল মান্নান,আলমগীর হোসের,খায়রুল ইসলাম, মোহাম্মদ নেজাম,মো.সেলিম, নুরুল আলম,সিরাজ কনট্রাকটর সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ইসমাইল হোসেন তালুকদার বলেন, আমরা একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করছি।তেমনিভাবে স্মরণ করছি ২০২৪-এ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদেরও। আমরা একাত্তরে বিজয় পেয়েছি পাকিস্তানের কবল থেকে আর চব্বিশে ভারতীয় আগ্রাসন থেকে আমাদের বিজয় এসেছে। এদেশের মাটিতে ১৯৭১সালের যোদ্ধাপরাধীদের যেমনি বিচার করতে হবে, তেমনি ২০২৪ সালের গণহত্যাকারীদের বিচার করতে। এসময় তিনি একাত্তর ও চব্বিশের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন।
এসময় তিনি আরো বলেন, বাংলাদেশকে নতুন করে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো রাষ্ট্র হিসেবে দেখতে চাই। আমরা কোনও দেশের এক্সটেনশন হতে চাই না। বিশ্বের প্রত্যেকটি দেশকে বলতে চাই– বাংলাদেশের প্রতি আপনাদের দৃষ্টি যেমন হবে, রক্ত দিয়ে হলেও আমরা সেই দৃষ্টিতেই আপনাদের দেখবো।
সবশেষে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচি শেষ। এর আগে রবিবার(১৫ডিসেম্বর) রাত ১০টা থেকে ধীরে ধীরে মানুষ সরফভাটা ছনাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের প্রাঙ্গণে জড়ো হতে থাকেন, ১২.১ মিনিটে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন জানাতে শতশত নেতাকর্মী মিছিল সহকারে জুটে যায়।