

চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের সিকদার পাড়াসহ আশেপাশে এলাকার অসহায়, দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝ ঘরে ঘরে গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেন ধর্মীয়,অরাজনৈতিক ও সমাজসেবা মূলক সংগঠন “চন্দ্রঘোনা সিকদার পাড়া সমাজ কল্যাণ পরিষদ “
গতকাল শুক্রবার রাতের আধারে হাতে করে,রিকশা ও সিএনজি নিয়ে অসহায় ও অনগ্রসর পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী পৌঁছে দেন সংগঠনের কর্মকর্তা ও সদস্যরা।

পৌঁছে দিতে সহযোগিতা করেন সিকদার পাড়া সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গোলাম হায়দার, সহ- সভাপতি ,সাধারণ সম্পাদক নাসির শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সিকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল আল কাইয়ুম কিরন, লাভলু,অর্থ সম্পাদক আলী আজগর সাজ্জাদ সহ অর্থ সম্পাদক আবু আসিফ, সমাজকল্যাণ সম্পাদক রবিউল ইসলাম ইমন,মেহেদী হাসান, ইফতেখার, আবেদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সংগঠনের নেতৃবৃন্দরা জানান, প্রতিবছরের ন্যায় এ বছরের সংগঠনের আয়োজনে এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতা প্রায় একশো পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়েছে বা হচ্ছে। প্রতি প্যাকেটে প্রায় তিন হাজার টাকা মূল্যের ১৫ আইটেমের ইফতার ও সেহরী সামগ্রী দেয়া হয়েছে যাতে রমজান মাস ব্যাপী সুন্দরভাবে খেতে পারি।