

রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান কলেজ মাঠে গত ২৭ ফেব্রুয়ারি দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. দিলীপ কুমার বড়ুয়া। তিনি বলেন, “আজকাল গ্রাম পর্যায়ে এরকম আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের বড়ই অভাব। প্রত্যন্ত অঞ্চল থেকেও মেধা এবং প্রজ্ঞা থাকলে দেশে শিক্ষার আলো বিকশিত করা যায়” তার উদাহরণ আমি নিজে।”
কলেজ গভর্নিং বডির সভাপতি লায়ন মুহাম্মদ শওকত আলী নূর এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন কাজী। সংবর্ধিত অতিথি ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এবং বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পৃষ্টপোষক এম শাহ আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মৈত্রী তালুকদার, কলেজ গভর্নিং বডির সদস্য মো. নাসির উদ্দিন, সাংস্কৃতিক সংগঠক অনুজ কুমার বড়ুয়া।
কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক বিকাশ নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক চিনু ছন্দা দত্ত, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি অধ্যাপক জাহাঙ্গীর আলম, অধ্যাপক খাজা বাহাউদ্দিন, অধ্যাপক মোজাহারুল হক, অধ্যাপক শ্যামল কান্তি বড়ুয়া, অধ্যাপক হামিদ উল্লাহ, অধ্যাপক সলিম উল্লাহ, অধ্যাপক জেরিন আফরোজ, অধ্যাপক নাজনীন আরা আলম, অধ্যাপক তানজিলা শারমিন, অধ্যাপক আহসান হাবিব, অধ্যাপক আনিসুল ইসলাম, অধ্যাপক জনি দে, অধ্যাপক গিয়াস উদ্দিন, অধ্যাপক দীপংকর দেবনাথ, প্রদর্শক অনুপম বড়ুয়া, প্রদর্শক আলমগীর সিকদার প্রমুখ।

#অনুষ্ঠানের শুরুতে ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে মূল অনুষ্ঠান পর্ব শুরু হয়। এতে উইন্টার হট সাংস্কৃতিক দল ও কলেজের শিক্ষার্থীদের যৌথ পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে আদিবাসী নৃত্য উপভোগ্য ছিলো। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রসায়ন বিদ্যা বিভাগের অধ্যাপক খাজা বাহাউদ্দীনের পরিচালনায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে কলেজের প্রাক্তন শিক্ষক, পদুয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, হাসিনা জামান কলেজের সভাপতি সহ আরো গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও বিভিন্ন বর্ষের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।