

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা সদরে অবস্থিত রাঙ্গুনিয়া প্রেসক্লাবের জরাজীর্ণ ভবনটি এবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র সহযোগিতায় নতুন রূপে সজ্জিত হয়েছে।
দীর্ঘদিন ধরে ভগ্নদশায় থাকা ভবনটি সংস্কারে এর আগে বিভিন্ন সময়ে প্রতিশ্রুতির কথা শোনা গেলেও, এবার ইউএনও-এর সুদৃষ্টি এবং নবগঠিত কমিটির আন্তরিক প্রচেষ্টায় তা বাস্তবে রূপ পেয়েছে।
ভবনটির সংস্কার কাজ এখনো চলমান রয়েছে। এর মধ্যে পুরনো কক্ষের সাথে নতুন একটি কক্ষ সংযুক্ত করা হয়েছে। দেয়ালের পলেস্তারা খসে যাওয়া অংশে নতুন করে প্রলেপ দেওয়া হয়েছে এবং দেওয়ালে বাহারি রঙে রাঙিয়ে তোলা হয়েছে। এছাড়াও, প্রেস ক্লাবের সৌন্দর্য বৃদ্ধির জন্য নতুন চেয়ার-টেবিলও প্রদান করা হয়েছে।
প্রেস ক্লাবের বর্তমান সভাপতি সাংবাদিক ইলিয়াস তালুকদার জানান, “উপজেলা প্রশাসনের কেন্দ্রবিন্দুতে অবস্থিত এই প্রেসক্লাবটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তার সুদৃষ্টি এবং এলাকার সকলের সহযোগিতায়, বিশেষ করে প্রেসক্লাবের প্রতিটি সদস্যের উপস্থিতিতে ও মতামতের ভিত্তিতে আজ প্রেসক্লাবটি নান্দনিক রূপ পেতে যাচ্ছে।” তিনি আরও বলেন, “কিছু অপূর্ণতা এখনো রয়েছে, তবে আশা করছি সেগুলোও দ্রুত সমাধান করা হবে।”
রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী বলেন, “সকল সাংবাদিক ভাইদের পক্ষ থেকে প্রশাসনের মাধ্যমে আমরা একটি নান্দনিক প্রেসক্লাব উপহার পেয়েছি। এজন্য সাংবাদিক ভাইদের এবং উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।” তিনি ভবিষ্যতে রাঙ্গুনিয়া প্রেসক্লাবের আরও আমূল পরিবর্তন হবে বলে আশা প্রকাশ করেন।
এ ব্যাপারে রাঙ্গুনিয়ার ইউএনও মাহমুদুল হাসান জানান, ভবনটির জরাজীর্ণ অবস্থার কথা তিনি অবগত ছিলেন। তিনি বলেন, “পেশাদার সাংবাদিকরা যাতে একটি ভালো পরিবেশে কাজ করতে পারেন, সেজন্য আমাদের সীমিত সুযোগের মধ্যেই সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে।