
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার নতুন আঙ্গিকে গীরিজ ফকির শাহ ফার্নিচার মাট শো-রুমের শুভ উদ্বোধন করা হয়েছে।
গত শুক্রবার সকালে পোমরা শান্তিরহাট বাজারের পূর্ব পাশ্বে চেয়ারম্যান আলহাজ্ব জহির আহমেদ চৌধুরীর মার্কেটে খতমে কুরআন ও খতমে গাউছিয়া শরীফের খতমের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়।
এসময় সত্বাধীকারী হাজী মুহাম্মদ সেকান্দর বলেন, নতুন ও পুরাতনের সকল প্রকার ডিজাইনের ফার্নিচার সামগ্রী পাওয়া যাবে। আমি নিজের হাতে সবধরনের ফার্নিচার সামগ্রী তৈরি করা হয় বিশেষ করে খাট,বস খাট, চেয়ার এবং টেবিল,আলমারি ও শোকেস,সোফা সেট: ওযাল শো-কেচ, ডেজিন টেবিল,ওভার ড্রো, আলনা,ডাইনিং সেট, ডিভি দরজা অন্যান্য সূলভ মূল্যে বিক্রয় করা হয়।