

চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী মরিয়ম নগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদ (এডহক কমিটি) নতুন সভাপতি হয়েছেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. ফজলুল হক।
কমিটির অপরাপর সদস্যরা হলেন পদাধিকারবলে সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হুদা,শিক্ষক প্রতিনিধি খোরশেদ আলম, অভিভাবক প্রতিনিধি আলী আহমদ।
নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানিয়ে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহারসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সামাজিক সংগঠনের পক্ষে অভিনন্দন জানানো হয়।

উল্লেখ যে, মো. ফজলুল হক রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়কের দায়িত্ব ছাড়াও হযরত পাগলা মামা মাজার পরিচালনা কমিটির সদস্য, রাঙ্গুনিয়া খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক ও কাপ্তাই কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।