

চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় অস্ত্র মুখে ইসমাইল হোসাইন নামে একটি ব্যক্তি অপহরণ মামলায় রাঙ্গুনিয়া সাব রেজিস্ট্রি অফিসের অধীনে দলিল লেখক বেতাগী ইউনিয়নের পূর্ব বেতাগী গ্রামের দক্ষিণ পাড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে মোহাম্মদ সোলেমান-কে জেল হাজতে প্রেরণ করার আর্দেশ দেন বিজ্ঞ আদালত।
বুধবার (২৩ এপ্রিল) মামলার জামিন নিতে আসলে বিজ্ঞ আদালত জামিন না মন্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

রাঙ্গুনিয়া উপজেলা বেতাগী ইউনিয়নের আবুল হাশেম এর সন্তান ইসমাইল হোসাইন বিগত ২০২৫ সালে ফেব্রুয়ারি মাসে মোহাম্মদ সোলাইমান সহ অজ্ঞাতনামা ৭/৮ বিরুদ্ধে সি আর ১২০/২০২৫ নং অপহরণ ও মুক্তিপনের অভিযোগ এনে মাননীয় জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট,(রাঙ্গুনিয়া আমলী) আদালত, চট্টগ্রাম কোর্টে মামলা করেন, ১৭/৪/২৫ রিপোর্ট শুনানির ধার্য তারিখে বিজ্ঞ আদালত শুনানী শেষে গেরেফ্তারের আদেশ জারি করেন এবং সেই মামলার আজ জামিন নিতে আসলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আর্দেশ দেন।
উল্লেখ যে,তার বিরুদ্ধে এ মামলা ছাড়াও বিভিন্ন পত্রিকায় এসএসসি পাশের জাল সনদে দলিল লেখক হিসেবে স্বীকৃতি নেয়ার অভিযোগ সহ পোমরা ইউনিয়ন এর সমেরাজ খাতুন নামে এক নারীর ওয়ারিশ সনদ ইস্যু না হওয়া সত্ত্বেও জাল ওয়ারিশ সনদ তৈরি করে ৪ শতক জমি সোলেমান নিজ নামে রেজিস্ট্রি করাও অভিযোগ রয়েছে বলে পত্রিকায় প্রকাশিত হয়েছে।