মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া উপজেলা।
ঘরে ঘরে বীমা সেবা পৌছে দেয়াই চার্টার্ড লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর অঙ্গীকার এই স্লোগানে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মোগলেরহাটে চার্টার্ড লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড মোগলেরহাটে ব্রাঞ্চ উদ্বোধন হতে যাচ্ছে। আগামী ১৩ অক্টোবর ( বুধবার) সকাল ১০ঘটিকার সময় মোগলেরহাট উচ্চ বিদ্যালয় গেইট সংলগ্ন ইউছুপ মাষ্টার মার্কেটের দ্বিতীয় তলায় ব্রাঞ্চের অফিসে এর শুভ উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোম্পানির প্রধান মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হক (এফএলএমআই)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোম্পানীর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমদাদ উল্লাহ, চট্টগ্রাম সেলস, ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মো. এমদাদুল হক জাহেদ, এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মো. কলিম আবদুল্লাহ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এই নিয়ে কোম্পানিটির মোট ব্রাঞ্চের সংখ্যা ৫৩ এ উন্নীত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে চার্টাড লাইফ কর্তৃপক্ষ। তারা জানান, বাংলাদেশ স্বপ্ন দেখছে উন্নত বিশ্বের দেশ হবে। উন্নত দেশে কিন্তু এই বীমা সামগ্রিকভাবে সরকার তার জনগণকে প্রটেকশন দিয়ে থাকে। কিন্তু আমাদের বীমার ব্যাপারে অসচেতনতা আছে। আমরা আমাদের অবস্থান সেই ভাবে তৈরি করতে পারিনি। আমাদের বর্তমান সরকার বুঝতে পেরেছে ডাবল ডিজিট জিডিপি এনসিওর করতে হলে বীমা শিল্পকে এগিয়ে নিয়ে আসতে হবে। আমরাও সে লক্ষ্য নিয়ে কাজ করছি এবং ইতিমধ্যে আমরা সফলতা পাচ্ছি। মীর রনি এজেন্সির অধীনে মোগলেরহাটের এই ব্রাঞ্চের মাধ্যমে রাঙ্গুনিয়া, বিশেষ করে উত্তর রাঙ্গুনিয়া বীমা সেবা প্রদান এবং বীমা বিষয়ক সচেতনা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে মনে করছে ওয়ার্ল্ড এওয়ার্ড সনদ প্রাপ্ত এই কোম্পানি। এছাড়া ব্যবসা সম্প্রসারণ এবং অধিক সংখ্যক গ্রাহককে বীমা সেবার আওতায় আনা সম্ভব হবে বলে জানান।
বর্তমানে কোম্পানিটি স্বাস্থ্য বীমা, শিক্ষা বীমা, পেনশন বীমা, দেনমোহর বীমা, হজ্জ বীমা, বিভিন্ন সঞ্চয় প্রকল্প সহ ১৩টি সেবা নিয়ে মানুষের দোরগোড়ায় হাজির হয়েছে বলে জানান মীর রণি এজেন্সির ব্রাঞ্চ ম্যানেজার মীর জুবাইদুল ইসলাম রনি।
এসময় ব্রাঞ্চের পক্ষ থেকে সকল গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়।
যেহেতু সরকারি ক্ষেত্রে পেনশন আছে প্রাইভেট সেক্টরে পেনশন, ইনসুরেন্স কোম্পানি ইনসিওর করতে পারবে। এরপর বিভিন্ন সঞ্চয় প্রকল্প, দেনমোহর বীমা, হতে পারে এই যে বিভিন্ন ডাইভারসিটি প্রোডাক্ট আমরা যদি নিয়ে আসতে পারি মানুষের কাছে। তাহলে মানুষের আস্থার জায়গা তৈরি হবে, তারা সঞ্চয়ী হবে তার সঞ্চয়ের পোর্টফোলিও একটা পার্ট তারা ইনসুরেন্সে জমা দিবে। ইন্সুরেন্স এর মাধ্যমে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করবে। সেই ক্ষেত্রে রাষ্ট্রে যে নতুন পরিকল্পনা নিয়েছে। তার মাধ্যমে প্রাইভেট সেক্টর থেকেও আমরা উদ্যোগ নিয়েছি। যাতে করে মানুষের মধ্যে বীমার আস্থার জায়গা তৈরি হয়, সেবার জায়গা তৈরি হয় এবং সেই সাথে ওয়ার্ড অফ মাউথ এর মাধ্যমে আমাদের ঘরে ঘরে এই জীবন বীমা পৌঁছে যায়। এটাই চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের পরিকল্পনা। চার্টার্ড লাইফ ইন্সুরেন্স এই স্বপ্নই বিশ্বাস করে।
ব্রাঞ্চের পক্ষ থেকে সকল গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়।