মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আল কুরআন এডুকেশন গার্লস একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণ ও গুর্ণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ মার্চ) সকালে একাডেমির মাঠ প্রাঙ্গণে আল কুরআন এডুকেশন একাডেমির সভাপতি আলহাজ্ব মাওলানা আকতার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এন.সি.আর লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সাবেক সোনালী ব্যাংকের মহাপরিচালক আলহাজ্ব মুহাম্মদ নুরুল হক।
একাডেমির পরিচালক মাওলানা নাজমুল হক চৌধুরীর সঞ্চারনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ঐক্যজোট এর মহাসচিব ও লালবাগ জামিয়া কুরআনিয়া আরাবিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা মুফতী ফয়জুল্লাহা,স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুর উল্লাহ,আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন এর চেয়ারম্যান আল্লামা শাইখ সোহাইল সালেহ,
রাঙ্গুনিয়া সেন্টার হসপিটাল এর প্রতিষ্ঠাতা এম.ডি আজিজুল হক, উম্মাহ ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুফতি আবুল কালাম আজাদ, ইউনুছিয়া আজিজিয়া মুহিউল ইসলাম মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা মুহাম্মদ ওসমান,বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সিরাজুল ইসলাম চৌধুরী,বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাফেজ মুহাম্মদ এমদাদুল্লাহ চৌধুরী,মুহাম্মদ দিদার আলম, আবুল হোসেন, শহীদুল্লাহ্ চৌধুরী,রবিউল হোসাইন,ডাক্তার শাহেদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শেষে ধর্মীয়, সামাজিক,চিকিৎসা ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গুর্ণিজন সংবর্ধনা ও ২০২১ সালের বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণকারী মেধা তালিকায় উত্তীর্ণ প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান অতিথিরা।