মুহাম্মদ দেলোয়ার হোসাইন,প্রকাশনা সম্পাদক, আলোকিত রাঙ্গুনিয়া
চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় চন্দ্রঘোনা উত্তর কদমতলী মহামায়া যুব সংঘের বৃহস্পতিবার (৭ এপ্রিল) থেকে (১১ এপ্রিল) মহামায়া মন্দির প্রাঙ্গনে শুর“ হয়েছে ৫ দিনব্যাপী বাসন্তী পূজা উৎসব। এই উপলক্ষে বাসন্তী উৎসবে ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, সমবেত যন্ত্র সংগীত এবং গুণীজনকে সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর গনিত বিভাগের বিভাগীয় প্রধান ড. উজ্জ্বল কুমার দেব। উৎসব উদযাপন কমিটির সভাপতি অর“প দত্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সাংস্কৃতিক সম্পাদক ঝুলন দত্ত ও সুভাষ দাশের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি শৈবাল চক্রবর্তী, কাপ্তাই উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, মহিলা সম্পাদক শিপ্রা লোধ, মাস্টার অমলেন্দু ধর, শিক্ষানুরাগী জ্যো সুনীল শ্যাম, জ্যোগীশিক রাঙ্গুনিয়া শাখার সহ সভাপতি দুলাল দাশ, জাতীয় পুরস্কার প্রাপ্ত খামারী মুসা সিকদার।
বসন্ত উৎসবে স্ব-স্ব ক্ষেত্রে অবদান রাখার জন্য চুয়েটের স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী কানু কুমার দাশ, চন্দ্রঘোনা-কদমতলী ইউপি সদস্য হাসান সিকদার, জামাল হোসেন, লিপিকা মজুমদার ও রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব কে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্তের পরিচালনায় যন্ত্র শিল্পীর সমবেত পরিবেশনায় মিউজিক অর্কেষ্ট্রা এবং সংগীতা দত্ত এনির পরিচালনায় মনোমুগ্ধকর নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।