চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছত্রসেনার যৌথ উদ্যোগে পবিত্র মাহে রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে জশনে জুলুসের স্বাগত র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকালে চন্দ্রঘোনা লিচুবাগান প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কাপ্তাইয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পোমরা ইউনিয়নের বি.এম. স্কয়ার প্রাঙ্গণে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি আলহাজ্ব মাওলানা আলী শাহ নেছারীর সভাপতিত্বে জুলুস ও সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আহলে সুন্নত ওয়াল জামাতের চেয়ারম্যান বিশিষ্ট লেখক ও গবেষক আলহাজ্ব মাওলানা কাজী মঈন উদ্দীন আশরাফী, স্বাগত বক্তব্য রাখেন জুলুস প্রস্তুতি কমিটির আহবায়ক আকতার হোসেন।
জুলুস প্রস্তুতি কমিটির সদস্য সচিব মাওলানা সাইফুল ইসলাম ও সদস্য মোজাহেদুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ, অধ্যক্ষ মুহাম্মদ তৈয়ব আলী,চন্দ্রঘোনা তৈয়বীয়া ফাযিল মাদরাসার
অধ্যক্ষ মাওলানা আবু তৈয়ব চৌধুরী,রাঙ্গুনিয়া নুরুল উলুম ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাছির উদ্দীন তৈয়বী, উপজেলা ইসলামী ফ্রন্টের সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, প্রবাসী রাঙ্গুনিয়া কল্যাণ সমিতির চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের সহ সভাপতি করিম উদ্দীন নুরী, করিম উদ্দীন হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার শাহ শাওন,মাস্টার মাহমুদুল রশিদ মাসুদ, সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের, প্রবাসী দিদারুল আলম,চট্টগ্রাম উত্তর জেলা যুবসেনার সাবেক সভাপতি মীর মুহাম্মদ হাবিবুল্লাহ,বর্তমান সভাপতি আজিম উদ্দিন আহমেদ জনি,কেন্দ্রীয় ছাত্রসেনার সাবেক সভাপতি হাফেজ মুহাম্মদ শহীদুল্লাহ, উপজেলা ইসলামী ফ্রন্টের নেতা মাওলানা মোহাম্মদ ইদ্রিস নঈমী, মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন নেজামি, উপজেলা যুবসেনার সহ সভাপতি আলতাফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মাকসুদুর রহমান, পৌরসভা ইসলামী ফ্রন্টের সহ সভাপতি মাওলানা আবদুল রহিম, সাধারণ সম্পাদক ছৈয়দ মুহাম্মদ জাহেদুল হক, পোমরা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা হাবিবুর রহমান,সাধারণ সম্পাদক মাওলানা ছানা উল্লাহ,রাঙ্গুনিয়া উত্তর ও দক্ষিণ ছাত্রসেনার সাবেক ও বর্তমান সভাপতি মাওলানা আবদুল খালেক, মাওলানা নাছির উদ্দীন নাহিদ,জামাল উদ্দীন, জয়নাল আবেদীনসহ উপজেলা ও ইউনিয়ন ইসলামী ফ্রন্টের অঙ্গ ও সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ।
পরে দেশ ও প্রবাসে সকলের সুস্থতা ও দীঘায়ু কামনা করেন প্রধান অতিথি।