

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির পুলিশ বিভাগে (NYPD) তে “সার্জেন্ট অফ পুলিশ পদে পদোন্নতি পেয়েছেন রাঙ্গুনিয়া কৃতি সন্তান মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি উপজেলার লালানগর ইউনিয়নের পেঠান বাড়ির বাসিন্দা খীলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আনোয়ারের প্রথম সন্তান।
জানা যায়, মুহাম্মদ শহীদুল্লাহ ২০০২ সালে DV ভিসা পেয়ে আমেরিকা যাত্রা করেছিলেন। এবং ২০০৮সালে নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগে (NYPD) তে যোগদান করেন।
উল্লেখ্য রাঙ্গুনিয়ার এই কৃতি সন্তান ১৯৯২সালে উপজেলার ঐতিহ্যবাহী উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় হতে এস,এস,সি, ১৯৯৪ সালে রাঙ্গুনিয়া কলেজ থেকে এইস,এস,সি পাশ করেন এবং পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থেকে ইংরেজি বিভাগে অর্নাস শেষ করেছিলেন।
এদিকে তার এমন কৃতিত্বে অভিনন্দন জানিয়েছেন রাঙ্গুনিয়া সর্বমহলের জনসাধারণ।