চট্টগ্রাম মহানগরের ফুসফুস খ্যাত সিআরবিতে অনুমোদনহীন নলকূপ স্থাপন বন্ধ করতে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচলক (এমডি)কে অভিযোগ দিয়েছে নাগরিক সমাজ চট্টগ্রাম।
রোববার (১ আগস্ট) অভিযোগ দেওয়ার সময় নাগরিক সমাজ, চট্টগ্রামের ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান, যুগ্ম সদস্যসচিব সাইফুল আলম বাবু, নির্বাহী সদস্য চৌধুরী ফরিদ, আলীউর রহমান, আমিন মুন্না, রাহুল দত্ত, তাপস পাপ্পু এ সময় উপস্থিত ছিলেন।
অভিযোগ গ্রহণ করে ওয়াসার এমডি প্রকৌশলী একেএম ফজলুল্লাহ বলেন, চট্টগ্রাম মহানগরে ২ ইঞ্চির বড় পাইপ দিয়ে নলকূপ স্থাপন করতে ওয়াসার অনুমোদন নিতে হবে। কিন্তু সিআরবিতে গভীর নলকূপ স্থাপনের জন্য কেউ অনুমোদন নেননি। সরকারি প্রতিষ্ঠানের হোক, বেসরকারি প্রতিষ্ঠানের হোক কেউ অনুমোদনবিহীন গভীর নলকূপ স্থাপন করলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ওয়াসার পক্ষ থেকে আমরা কালকেই যথাযথ কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নোটিশ দেব।
এ সময় নাগরিক সমাজ চট্টগ্রামের ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান ওয়াসার এমডিকে বলেন, যথাযথ উদ্যোগের অভাবে পৃথিবীর অন্যতম নান্দনিক শহর চট্টগ্রামের সবুজ স্থান বিলুপ্ত হয়ে গেছে। সিআরবিকে চট্টগ্রামবাসী হৃদয়ে ধারণ করেন। যেকোনো উপায়ে সিআরবিতে হাসপাতাল নির্মাণ বন্ধ করতে হবে।
ওয়াসার পক্ষ থেকে সিআরবি রক্ষায় যথাযথ সাহায্য করার প্রতিশ্রুতি দেন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ।