চট্টগ্রামের প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রাঙ্গুনিয়া আলমশাহ পাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী সভা ও পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮জানুয়ারি) দিনব্যাপী কর্মসূচী মাদরাসার মাঠ প্রাঙ্গণে অধ্যক্ষ মাওলানা মীর মুহাম্মদ জাহাঙ্গীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক, বাংলাদেশ ইসলামী ব্যাংকের শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান ও রাঙ্গুনিয়া আলমশাহ পাড়া কামিল বিশ্ববিদ্যালয়ের গর্ভনিং পরিষদের সভাপতি ড.মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজ এর অধ্যক্ষ মোজাহেদুল ইসলাম চৌধুরী,প্রধান আলোচক ছিলেন মাওলানা হারুনুর রশিদ।
সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক ড. মুহাম্মদ ফরিদ উদ্দীন ফারুকী, মাদরাসা পরিচালনা পরিষদের সহ সভাপতি জসিম উদ্দিন তালুকদার, চট্টগ্রাম পার্কভিউ হসপিটালের এম.ডি ডাঃ এ.টি.এম রেজাউল করিম,বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াস বিন রশিদ, ইন্জিনিয়ার শফিউল আলম,উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, অভিভাবক সদস্য বেলাল বিন সাত্তার প্রমূখ।
সভায় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ এ.বি.এম কুতুব উদ্দিন, প্রভাষক মাওলানা মুহাম্মদ হারুন,প্রভাষক আনিসুর মোস্তফা,প্রভাষক মনিরুজ্জামান,মাওলানা মাহামুদুর হাসান, মাওলানা আজগর আলী,মাওলানা আবদুল শহীদ,অধ্যাপক আলমগীর চৌধুরীসহ সমাজের মান্যগন্য ব্যক্তিবর্গ।