চট্টগ্রামে রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার অন্যতম প্রতিষ্ঠাতা হাফেজ আল্লামা সৈয়দ মুহাম্মদ মুজিবুর রহমান (রহ.) এর বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাজার শরীফে শ্রদ্ধা নিবেদন করেন মাদরাসা গর্ভনিং পরিষদ ও শিক্ষক-কর্মচারী।
গতকাল সোমবার (৩০জানুয়ারি) দুপুরে মাজারে মাদরাসার পরিচালনা পরিষদ ও শিক্ষক- কর্মচারী এ শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মারফতুন্নুর কাদেরী,সাবেক অধ্যক্ষ মাওলানা আবু তাহের কাদেরী, উপাধ্যক্ষ মুজিবুল হক কুতুবী,ইংরেজি প্রভাষক শরীফ নজরুল ইসলাম,আরবি প্রভাষক এস.এম.মঈন উদ্দিন, ইতিহাস প্রভাষক মাওলানা কুতুব উদ্দিন,সহকারী মাওলানা এস.এম.আবদুল কাদের, মাওলানা হাবিবুর রহমান,মাওলানা মুহাম্মদ এয়াকুব, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, সাইদুল আলম,মোজাহেদুল ইসলাম,মুহাম্মদ হোসেন,সাবেক জুনিয়র শিক্ষক নুরুল আলম, জুনিয়র শিক্ষক রফিকুল ইসলাম,অফিস কর্মকর্তা খোরশেদ আলম, দেলোয়ার হোসাইন।