জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে বিপুল উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে আজ শনিবার (৩মার্চ)বিকালে লিচুবাগান বাসষ্টেশন প্রাঙ্গণে রাঙ্গুনিয়া উপজেলাধীন চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল জলিল শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রণির সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সহ সভাপতি ও রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবু স্বজন কুমার তালুকদার,প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.আলী শাহ।
সম্মেলনে সম্মানিত অতিথির বক্তব্যে রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস আজগর, সদস্য আকতার হোসেন খান,রাঙ্গুনিয়া উপজেলা আ’লীগের সহ সভাপতি আব্দুল মোনাফ সিকদার,দপ্তর সম্পাদক আবু তাহের,সদস্য আবুল কালাম আজাদ, শেখর বিশ্বাস,ইলিয়াছ কাঞ্চন চৌধুরী,আবু মনসুর, চন্দ্রঘোনা ইউনিয়ন আ’লীগের সভাপতি হারুন সওদাগর,সাধারণ সম্পাদক জালাল উদ্দীন জলহ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফোরকান, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবু শিমুল গুপ্ত,সাবেক সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি দেবাশীষ পাল দেবু, মোহাম্মদ রুবেল,বেলাল হোসেন,রাহুল চৌধুরী,কাজী শাওয়াল কাজী সাইফুদ্দিন, আব্দুল্লাহ আল মনসুর,যুগ্ম সম্পাদক এমরান হোসেন নাহিদ, মোহাম্মদ মিনার,ওবায়দুল রাহাত, নাছিমুল আনোয়ার,ইমতিয়াজ,ইমন,শুভ,সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমদসহ উপজেলা ও ইউনিয়ন আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে সম্মানিত অতিথিদের নিয়ে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সম্মেলনের কার্যক্রম শুভ উদ্বোধন করেন।উদ্বোধনের পর সম্মেলনস্থলে পদপ্রার্থীরা কর্মী ও সমর্থক নিয়ে রং বেরং ও বিভিন্ন ব্যানার ও পেষ্টুর নিয়ে মিছিল সহকারে যোগদান করেন।