![](https://alokitorangunia.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
![](https://alokitorangunia.com/wp-content/uploads/2023/03/IMG20230312172357_01-1024x576.jpg)
চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় মরিয়ম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা(ক্রীড়া ও সাংস্কৃতিক),বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
![](https://alokitorangunia.com/wp-content/uploads/2023/03/IMG20230312171440_03-1024x576.jpg)
আজ রোববার বিকালে স্কুলের মাঠ প্রাঙ্গণে মরিয়ম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মঈন উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
![](https://alokitorangunia.com/wp-content/uploads/2023/03/IMG20230312171605_03-1024x576.jpg)
সহকারী শিক্ষক মাস্টার মুহাম্মদ শাহ শাওন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সদস্য বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ইফতেখার হোসেন বাবুল, উদ্বোধক ছিলেন মরিয়ম নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুল হক হিরু,প্রধান বক্তা ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার নিজাম উদ্দিন, শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক শায়লা শরমিন, সংবর্ধীয় অতিথি ছিলেন মরিয়ম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ড. জাবেদুল হক রুবেল।
![](https://alokitorangunia.com/wp-content/uploads/2023/03/IMG20230312172358_01-1024x576.jpg)
অনুষ্ঠানে আমন্ত্রিত সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের রসায়ন প্রভাষক শওকত হোসেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ইসমাইল হোসাইন,বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী কাউছার আলী, রাঙ্গুনিয়া উপজেলা গাউছিয়া কমিটির সহ সভাপতি আলহাজ্ব ইসমাইল হোসাইন,বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী সিরাজুল ইসলাম,আলহাজ্ব সেলিম আবদুল্লাহ, আবু ছালেহ,ওয়ার্ড আ’লীগের সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন প্রমূখ।
![](https://alokitorangunia.com/wp-content/uploads/2023/03/IMG20230312171842_01-1024x576.jpg)
অনুষ্ঠানে স্থানীয় মান্যগন্য বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী আবু মুহাম্মদ খালেদ নিজাম, মুহাম্মদ শাহ শাওন, খোরশেদ আলম, পারভীন আকতার, এস মাহন, সায়মা আকতার, বিবি আমেনা, নুসরাত সুলতানা, প্রিয়াঙ্কা বড়ুয়া, উম্মে হাবিবা, রিজওয়ানা রহমান প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানের শেষে সম্মানিত অতিথিদের সংবর্ধনাসহ বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থী ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।