চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় সরফভাটার স্বেচ্ছাসেবী ও মানবতার সংগঠন সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রামে আয়োজনে সরফভাটা মীরের খীল উচ্চ বিদ্যালয়ের দুই মেধাবী শিক্ষার্থী রাকিব হাসান ও সানজিদা আকতার ২০২২ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সরফভাটা মীরেরখীল উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে সংগঠন এর আহবায়ক কাজী এস.এম মমতাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রামের যুগ্ম আহবায়ক আবুল কালাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরফভাটা মীরেরখীল উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবদুল জব্বার,শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠন এর সদস্য সচিব নুর মুহাম্মদ বাহাদুর।
এ সময় বক্তব্য রাখেন সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রামের সিনিয়র যুগ্ম আহবায়ক ডাক্তার আবুল ফজল,নির্বাহী সদস্য রফিকুল ইসলাম খোকন, রুবেল মাহমুদ,সদস্য আবদুল হান্নান,বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর,সহকারী শিক্ষক হারুন সিকদার,আবদুল্লাহ প্রমূখ।
পরে শিক্ষার্থীদের মাঝে সনদসহ ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।
এছাড়াও তাৎক্ষণিক উপস্থিত কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।