চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পশ্চিম সরফভাটা ফ্রেন্ডশিপ ক্রীড়া সংঘের আয়োজনে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ভাষা শহীদের স্মরণে লংপিছ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকালে পশ্চিম সরফভাটার খেলার মাঠে অনুষ্ঠিত খেলায় সভাপতিত্বে করেন সরফভাটা ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ সভাপতি শামসুল ইসলাম।
রাহুল চৌধুরী ও কাজী মুনিক এর যৌথ সঞ্চালনায় খেলায় উদ্বোধক ছিলেন সরফভাটা ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি আলহাজ্ব মুহাম্মদ হারুন, প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আ’লীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য আলহাজ্ব এম. মুজিবুল ইসলাম সরফী, প্রধান আলোচক ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি শেখ মুজিবুর রহমান চৌধুরী, সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম এগ্রোহাট বিডি’ স্বত্বাধিকারী মোস্তফা আকবর চৌধুরী,রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সদস্য সাইফুল আলম।
টানটান উত্তেজনা মূলক ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বী করেন সরফভাটা রাইজিং স্টার ক্রিকেট একাদশ ও রয়েল চেলেন্ঞার কানুরহাট ক্রিকেট একাদশ। রয়েল চেলেন্ঞার কানুরহাট ক্রিকেট একাদশের ১৩৫ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ১৩৪ রানে থেমে যায় রাইজিং স্টার ক্রিকেট একাদশের ইনিংস।ফলে ১ রানে বিজয় অর্জন করেন রয়েল চেলেন্ঞার কানুরহাট ক্রিকেট একাদশ। পরে পরাজিত ও বিজয়ী উভয় দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
খেলায় সংবর্ধিত অতিথি ছিলেন সরফভাটা ইউনিয়ন যুবলীগের সভাপতি মঈন উদ্দীন মহিন,সাধারণ সম্পাদক জামাল উদ্দীন, সেচ্ছাসেবকলীগের সভাপতি হেলাল উদ্দিন(মার্শাল টিটু),সাধারণ সম্পাদক জবরুত উল্লাহ,চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ সম্পাদক রাহুল চৌধুরী, সরফভাটা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহেদ, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাতুল ইসলাম।
খেলায় বিশেষ অতিথি ছিলেন সরফভাটা ইউনিয়ন আ’লীগের সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসাইন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জমির হোসেন,সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সদস্য মুহাম্মদ হাসান, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক ফারুক আলী চৌধুরী,চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের নেতা মুহাম্মদ সেলিম, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগ এর সাবেক সহ সভাপতি আনোয়ার হোসেন রুবেল, সহ সভাপতি বেলাল হোসেন তালুকদার, রাঙ্গুনিয়া উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম চৌধুরী, সাবেক ছাত্রলীগের নেতা নজরুল ইসলাম খোকন, যুবলীগের নেতা শোয়েবুল ইসলাম জুয়েল, আবদুল আজিজ প্রমুখ।
এছাড়াও খেলার পরিচালনা কমিটির মধ্যে উপস্থিত রয়েছেন আরফাত, আজাদ, সজিব, ইয়াসিন আরপাত, ইব্রাহিম প্রমূখ।