মুহাম্মদ দেলোয়ার হোসাইন রোশাই ; আজকে রাঙ্গুনিয়া বদলে গেছে। এ বদলে যাওয়ার কথা চায়ের দোকানে, পুকুর ঘাটে, মাঠে সবাইকে বলতে হবে। আজকে রাঙ্গুনিয়ার কোথাও রাস্তা ভাঙ্গা নেই। রাস্তায় আরসিসি ঢালাই দুপাশে ব্লক বসানোসহ ইতোমধ্যে অনেকগুলো উন্নয়মূলক কাজ করা হয়েছে। এ উন্নয়ন সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের মধ্যেদিয়ে। আজ শুক্রবার (৩১ মার্চ) দুপুরে রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়নের এম শাহ্ আলম চৌধুরী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ (উত্তর) তৃণমূলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।
তিনি বলেন, এ উন্নতির ভাগীদার ইউনিট কমিটির নেতারাও। যে হারে মানুষ পাকা ঘরবাড়ি তৈরি করছে, তাতে বুঝা যায় মানুষের আয় অনেক হারে বৃদ্ধি পেয়েছে। সারাদেশের উন্নয়নের সাথে রাঙ্গুনিয়াও অনেক এগিয়ে গেছে। সাধারণ মানুষের কাছে এ উন্নয়নের গল্প বললে তারা নৌকায় ভোট দেবে।
আজ শুক্রবার (৩১ মার্চ) বিকালে রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়নের এম শাহ্ আলম চৌধুরী ডিগ্রি কলেজ মাঠে রাঙ্গুনিয়া উপজেলা আ’লীগের আয়োজনে ( রাঙ্গুনিয়া উত্তর) তৃণমূলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।
উপজেলা আ’লীগের সহ-সভাপতি মুহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবু স্বজন কুমার তালুকদার, উত্তর জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তালুকদার,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো.আলী শাহ,সদস্য আকতার হোসেন খান, রাঙ্গুনিয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার শামসুল ইসলাম তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এম.আবদুল মান্নান।
রাঙ্গুনিয়া উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব এমরুল করিম রাশেদ ও উপ- প্রচার সম্পাদক মাহামুদুর হাসান বাদশা এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদশা,স্বাস্থ্য ও জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন বাদশা,সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ফরিদ উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি আরজু সিকদার, সরফভাটা ইউনিয়ন আ’লীগের সভাপতি মাস্টার আবদুল রউফ, সাধারণ সম্পাদক আহসান হাবিব,পদুয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বদিউজ্জামাল বদি,শিলক ইউনিয়ন আ’লীগের সভাপতি বিএসসি হাসান মাস্টার, সাধারণ সম্পাদক আনোয়ার তালুকতার, কোদালা ইউনিয়ন আ’লীগের সভাপতি বদিউল আলম, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসহাকসহ রাঙ্গুনিয়া উপজেলা ও ইউনিয়ন আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, করোনার সময়ও আমাদের সরকার দেশের উন্নয়ন অব্যাহত রেখেছি। কিন্তু সেসময়ে বিরোধীদলের কোন নেতাকর্মী সাহায্যর হাত বাড়ায়নি। আজকে তারা ভোট চাইতে আসলে তাদের মাফ চাইতে বলবেন। তারা দেশের উন্নয়নের আশা দিয়ে কোন আশা পূরণ করেনি।
তিনি আরো বলেন, যারা দলের নাম ভাঙ্গিয়ে কাজ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কাউকে দলের ক্ষতি হয় বা দেশের ক্ষতি হয় এধরনের কাজ করতে দেয়া যাবে না।