মুহাম্মদ দেলোয়ার হোসাইন!! চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় আত্মস্বাবলম্বী হওয়ার প্রত্যায়ে আসুন সংগঠিত হই। এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে প্রতিষ্ঠিত অর্থলগ্নী প্রতিষ্ঠান রেহনুমা ফাউন্ডেশন রাঙ্গুনিয়ার সাধারণ সভা ও পবিত্র মাহে রমজানের শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল আজ শনিবার (১এপ্রিল) বিকালে মরিয়ম নগরস্থ দাওয়াত রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে।
রেহনুমা ফাউন্ডেশন এর পরিচালক কবি ও লেখক আনোয়ার শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও পরিচালক করিম উদ্দিন হাছান এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন
পরিচালক মাওলানা মুফতি সাইফুল ইসলাম,আবু তৈয়ব, আহমদ শাহ আলমগীর, নুরুল ইসলাম আহমেদ,আলহাজ্ব ইউসুফ আলী আরজু, মফিজুর রহমান, আশরাফ উদ্দিন সরোবর, মঈন উদ্দীন হাছান,নাছির উদ্দীন নাহিদ, রবিউল মোস্তফা রাফি,কায়ছারুল আনোয়ার, নঈমুল হক সরমদ নঈমী,শাহ ইমরান রনিসহ সংগঠন এর নেতৃবৃন্দ।
সভার শেষে কুরআন ও সুন্নাহ আলোকে রমজান এর তাৎপর্য তুলে ধরেন মাওলানা মুফতি সাইফুল আলম কাদেরী পরে ইফতার করেন ফাউন্ডেশনের সদস্যরা।