দেলোয়ার রোশাই !! সমাজ ও এলাকার যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ও খেলাধুলার প্রতি আকৃষ্ট করার উদ্দেশ্যে আজ থেকে ৩৫ বছর আগে ১৯৮৮ সালে কর্ণফুলী ক্রীড়া পরিষদ গঠন করেছি বলে মন্তব্য করেন আবতুর করিম চৌধুরী।
সেদিন সম্ভবত আমরা এগার জন তরুণ যুবক খেলাধুলার প্রতি আকৃষ্ট হয়ে কর্ণফুলী ক্রীড়া পরিষদ গঠন করেছি । তখন থেকে আজ পর্যন্ত আমরা চেষ্টা করছি যুবসমাজকে মাদকমুক্ত ও খেলাধুলার প্রতি আকৃষ্টকরণসহ জাতীয়মানের খেলোয়াড় সৃষ্টি করা। ইনশাআল্লাহ!সকলের প্রচেষ্টা কিছুটা হলে সফল হয়েছে! কারণ আজ আমাদের ক্রীড়া পরিষদের কয়েক জন খেলোয়াড় চট্টগ্রাম ও ঢাকাসহ বিভিন্ন ক্লাবে খেলার যোগ্যতা অর্জন করেছে।
রাঙ্গুনিয়ায় ক্রীড়া ও মানবতার সংগঠন কর্ণফুলী ক্রীড়া ও প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য এসব কথা বলেন কর্ণফুলী ক্রীড়া পরিষদের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক আব্দুল করিম চৌধুরী।
রোববার (১মে) বিকালে গোছরা চৌমুহনীস্থ সংগঠন এর অস্থায়ী কার্যালয়ে কর্ণফুলী ক্রীড়া পরিষদের আহ্বায়ক আহমদ আলী নঈমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাংবাদিক মুহাম্মদ দেলোয়ার হোসাইন ও ফিরোজ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক কৃতি ফুটবলার ও পুলিশ কর্মকর্তা মুহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী ডাবলু, প্রধান বক্তা ছিলেন প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের সিনিয়র সদস্য কামাল উদ্দীন,শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় বাংলাদেশ স্পোর্টস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক আনিছুর রহমান ফরহাদ ও ক্রীড়া পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হান্নান।
অনুষ্ঠানে সংবর্ধীয় অতিথি ছিলেন রাঙ্গুনিয়া খেলোয়াড় কল্যান সমিতির সভাপতি মানিক কান্তি দাশ,প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উপদেষ্টা মামুনুর রশীদ,সদস্য সচিব আরিফ তালুকদার,সহ সাংগঠনিক সম্পাদক ইরফানুল ইসলাম ইমন,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাদাত হোসেন, সহ ক্রীড়া সম্পাদক নুরুল আবছার,সিনিয়র সদস্য জাহাঙ্গীর আলম প্রমূখ।
এ সময় সাবেক ফুটবলার আবদুল হান্নান,মোহাম্মদ হিরুসহ কর্ণফুলী ক্রীড়া ও প্রবাসী ক্রীড়া পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।