চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারকে সৌদি আরব প্রবাসী রাঙ্গুনিয়া ঐক্য পরিষদ দাম্মামের সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ আবদুল কুদ্দুস এর আর্থিক সহযোগিতায় ইট,ঢেউটিন ও খাদ্য সামগ্রী পৌঁছে দেন কোদালা লায়ন ক্লাবের নেতৃবৃন্দ।
শুক্রবার(৩০জুন)বাদে জুমা কোদালা ইউনিয়ন ৩নং ওয়ার্ডের মুন্সি বাড়িস্থ ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন শেষে আর্থিক সহায়তা পৌঁছে দেন প্রবাসী আবদুল কুদ্দুসসহ লায়ন ক্লাবের নেতৃবৃন্দ।
লায়ন ক্লাবের সভাপতি আদর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আইয়ুব এর সঞ্চালনায় বিতরণের পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সৌদি আরব প্রবাসী রাঙ্গুনিয়া ঐক্য পরিষদ দাম্মাম এর সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ আবদুল কুদ্দুস,কোদালা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ এর সাবেক সভাপতি ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য লিয়াকত আলী, কোদালা মহিলা মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ খোরশেদ আলম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী, ইউনিয়ন ছাত্রলীগের নেতা আকবর, লায়ন ক্লাবের সিনিয়র সহ সভাপতি আরাফাত,মুহাম্মদ শাহাদাত,প্রবাসী লায়ন পরিষদের সাধারণ সম্পাদক কাজী আরিফ, লায়ন ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিব,দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহাদত, উপ-দপ্তর সম্পাদক মোহাম্মদ কাউছার ,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সোহেল ,সাংগঠনিক সম্পাদক ফাহিম,এমদাদ,ত্রাণ সম্পাদক আরফাত, সমাজকল্যাণ সম্পাদক আরমানসহ লায়ন ক্লাবের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২২জুন) অগ্নিকাণ্ডে মুহাম্মদ হাসান, মুহাম্মদ মুহসিন, মুহাম্মদ জসিম ও মুহাম্মদ ইলিয়াস এর ঘর পুড়ে চাই হয়ে যায়।