জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়ন পরিষদের উদ্যোগ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বেতাগী ইউপি চেয়ারম্যান শফিউল আলম। প্রধান অতিথি ছিলেন বেতাগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আবছার তালুকদার। স্বাগত বক্তব্য দেন ইউপি সদস্য মো. সৈয়দ সাঈদ।
সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ, বীর মুক্তিযোদ্ধা মমতাজুল হক ফরিদ, বীর মুক্তিযোদ্ধা মুসলিম মিয়া, বীর মুক্তিযোদ্ধা চিৎময় বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা সংকর কুমার বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আহমদ সৈয়দ,আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, আবু তাহের, ইউপি সদস্য রেজাউল করিম, মোহররম আলী, সুফিয়া আক্তার, রুবি আক্তার, নারগিস আক্তার, ইউপি সচিব আবু জাহেদ, উদ্যোক্তা মো. মামুন, স্বেচ্ছাসেবক লীগ নেতা টিস্যু দেব, আবু নাঈম, মো. সোলেমান,ইউনিয়ন তাতীলীগের সাংগঠনিক সম্পাদক আলীফ আরমান,তাঁতীলীগ নেতা মো. টিটু, যুবলীগ নেতা মো. সাজ্জাদ, মো. ইয়াছিন,আলম শাহ,ছাত্রলীগ নেতা মো. মোরশেদ, মো. সজীব, যুব মহিলা লীগ নেতা রুবি আক্তার, ছলিমা আক্তার, রিজিয়া বেগম প্রমুখ।
শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইউপি সদস্য রফিক উদ্দিন তালুকদার। এরআগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরআগে রাত ১২টা ১মিনিটের দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।