চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (স.) উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয় বিশাল জশনে জুলুস। হাজারো নবী প্রেমিক আশেক এর উপস্থিতিতে জশনে জুলুসের শোভাযাত্রায় নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন ও হিজরি নববর্ষ উদযাপন পরিষদের চেয়ারম্যান আল্লামা পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ।
এসময় মহানবীর (স.) আগমনের দিনে শুকরিয়া জানাতে এবং তার দেখানো পথে চলার মাধ্যমে হিংসা-বিদ্বেষ ভুলে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান পীরে তরিকত আল্লামা পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ।
জশনে জুলুসে অগ্রভাগে কলেমা খচিত পতাকা, প্ল্যাকার্ড ও ফেস্টুন ছাড়াও বাংলাদেশের জাতীয় পতাকা বহন করেন অংশগ্রহণকারীরা। হাজারো নবীপ্রেমীক অংশ নেন।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে বেতাগী আস্তানা শরীফ প্রাঙ্গণে হযরত হাফেজ মাওলানা বজলুল রহমান (রহ.) মাজার জিয়ারত মধ্যে দিয়ে জশনে জুলুস শুরু হয়ে বেতাগী- পোমরা-পাহাড়তলীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ হয়ে রাউজানে হযরত আশরাফ শাহ (রহ.) মাজার প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
শাহজাদা ওবায়দুর রহমান পেঠান শাহ এর সঞ্চালনায় সভায় বক্তব্য ও উপস্থিত ছিলেন বেতাগী রহমানিয়া জামেউলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ নূরী, উপাধ্যক্ষ জসিম উদ্দিন আল আবেদী,
শাহাজাদা মুহাম্মদ জামাল, বেতাগী আন্জুমানে রহমানিয়া কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম বাবুর, শাহাজাদা মাওলানা আশরাফু উদ্দিন, শাহজাদা মাহাবুবুল রহমান, কাজী মাওলানা আবদুল সালাম, শাহাজাদা মাওলানা কুতুবউদ্দিন আশরাফী,শাহাজাদা মুহাম্মদ হাছান, অধ্যাপক ইশতিয়াক রেজা, আরবি প্রভাষক মাওলানা আবদুল শাকুর,আরিফুর ইসলাম রাশেদ, শাহাজাদা বদরুদ্দীন রহমান জিলিসহ বেতাগী আস্তানা শরীফ এর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ।