চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় সরফভাটার মানবিক,সামাজিক ও ধর্মীয় সংগঠন মীরেরখীল হযরত আবদুল কাদের জিলানী স্মৃতি সংসদে উদ্যোগে এলাকাবাসী ও প্রবাসীদের সহযোগিতাকে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে দুইদিন ব্যাপী জিলানী কনফারেন্সের সমাপনী দিবসের মিলাদ মাহফিল রোববার(১২ নভেম্বর) রাতে মীরের খীল বটতলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
সরফভাটা মীরেরখীল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভীর সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে রাখেন পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার অধ্যক্ষ ও চট্টগ্রামের পূর্ব নাছিরাবাদ আলমাস খাতুন জামে মসজিদের খতিব অধ্যক্ষ মাওলানা মারফতুন্নুর কাদেরী।
কনফারেন্সে কুরআন ও সুন্নাহ আলোকে বক্তব্য রাখেন জামেয়া আহমদিয়া সুন্নীয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মাওলানা জসিম উদ্দীন আজহারী, আল-আমিন বারীয়া কামিল মডেল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুফতি আব্দুল আজিজ আনোয়ারী রেজভী, রাঙ্গুনিয়া আলমশাহ পাড়া কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা আজগর আলী নেছারী,স্থানীয় এলাকার ইউপিসহ সমাজের মান্যগন্য ব্যক্তিবর্গ ও হযরত আবদুল কাদের জিলানী স্মৃতি সংসদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
এদিকে শনিবার সকালে প্রথম দিবসের বিনামূল্যের সুন্নাতে খতনা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর ক্যাম্প মীরেরখীল বটতলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ডাক্তার সাইফুল্লাহ নুর ও রাঙ্গুনিয়া মডার্ণ ডোনেশন ব্রাড ব্যাংকের সদস্যদের সহযোগিতায় এলাকার অসহায় ও দুস্থ এবং দরিদ্র প্রায় চারশত জনসাধারণকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
পরে দেশ ও প্রবাসে অবস্থানরত সকলের সুস্থতা ও উন্নতি কামনা করে দোয়া করেন প্রধান অতিথি মাওলানা মারফতুন্নুর কাদেরী।