

চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির সভাপতি মোঃ কোরবান আলী’র আহবানে প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রেজায়ে মোস্তফা ( দঃ) প্রবাসী পরিষদের আয়োজনে রাঙ্গুনিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নিঃস্ব ২টি পরিবারে মাঝে টিনসহ নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার ( ২১ ডিসেম্বর) বিকালে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির সভাপতি কোরবান আলী, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আরিফুর ইসলাম চৌধুরী।

সমিতির দেশ প্রতিনিধি জবরুত উল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়াউপজেলা যুবলীগের সভাপতি বদিউর খায়ের চৌধুরী লিটন, প্রবাসী রাংগুনীয়া সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন,পৌরসভার কাউন্সিলর তারেকুল ইসলাম চৌধুরী,মহিলা কাউন্সিলর দিলু আকতার,মরিয়ম নগর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম উদ্দিন,পৌরসভা আ’লীগের সহ সভাপতি আবু তাহের,উত্তর রাঙ্গুনিয়া প্রবাসী বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সৈয়দ আবুল বশর, রাঙ্গুনিয়া প্রবাসী গাউছিয়া পরিষদের সভাপতি নুরুল ইসলাম,যুবলীগ নেতা সুমন আহমেদসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।