

চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -০৭ (রাঙ্গুনিয়া -বোয়ালখালী আংশিক)সংসদীয় আসনের নৌকা প্রতীকের আ’লীগের মনোনীত প্রার্থী ড. হাছান মাহমুদ এমপিকে পুনরায় জয়যুক্ত করার লক্ষ্যে পৌরসভার ইছামতী ৯ নং ওয়ার্ড কেন্দ্র নির্বাচনী পরিচালনা কমিটির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (২৩ডিসেম্বর) রাতে ইছামতী ওয়ার্ড কাউন্সিল এর বাসভবনে ৯নং ওয়ার্ড কেন্দ্র নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক ও রাঙ্গুনিয়া উপজেলা তাঁতীলীগের আহবায়ক মোরশেদ তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য সচিব ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক তালুকদার ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ সভাপতি বাবলা তালুকদার এর যৌথ সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক প্রবাসী সংগঠক হানিফ রাজু তালুকদার।

বৈঠকে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ওয়ার্ড আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার,সাধারণ সম্পাদক মোকাররম মেম্বার,রাঙ্গুনিয়া পৌরসভা আ’লীগের সহ সভাপতি আজিমুল কদর কোরাশী, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমানুল হক তালুকদার,দপ্তর সম্পাদক ফজলুল করিম তালুকদার,উপজেলা তাঁতীলীগের যুগ্ম আহবায়ক ইলিয়াছ তালুকদার,সাবেক ভিপি আব্দুল গফুর রায়হান, ফজল সওদাগর,ফিরোজ সওদাগর,আজম তালুকদার,ইফতেখার ততালুকদার,ওসমান তালুকদার,কাতার বঙ্গবন্ধু পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলম শাহ তালুকদার, হেলাল তালুকদার, জলবায়ু ট্রাষ্টের সহকারী প্রকৌশলী আহমদ শাহ তালুকদার,আরমান তালুকদার,এরশাদ, সাবেক মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম, রাশেদ, ছাত্রলীগের নেতা মিজান তালুকদার, টিপু তালুকদার, পায়েল বড়ুয়া, শিবলু বড়ুয়াসহ উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড আ’লীগের নেতৃবৃন্দ।

বৈঠকে বক্তারা আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এ রাঙ্গুনিয়ার মাটি ও মানুষের নেতা ড. হাছান মাহমুদ এমপিকে পুনরায় বিপুল ভোটে জয়যুক্ত করার আহবান জানান।