চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাহিত্য ম্যাগাজিন “গুমাই ” এর মোড়ক উন্মোচন ও স্বরচিত কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ এবং আলোচনা সভা সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলা সদরের মেজ্জান রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের সভাপতি এডভোকেট সাইয়িদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সিনিয়র অধ্যাপক প্রফেসর ড. মুহাম্মদ সেকান্দর চৌধুরী।
পরিষদের সাধারণ সম্পাদক শাহী মোহাম্মদ ইলিয়াছ ও শিক্ষক এম মোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ক্রেডিট রেটিং কোম্পানি লিমিটেড এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ নুরুল হক,চট্টগ্রাম বন্দর কলেজের অধ্যাপক আহমদ ইমরানুল আজীজ,লেখক এনায়েতুর রহিম,খালেদ নিজাম,পারভীন আকতার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্বাস হোসাইন আফতাব, সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রাম এর সভাপতি ডাক্তার আবুল ফজল, সরফভাটা সমিতি চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক প্রকৌশলী কেফায়েত উল্লাহ, সাহিত্য পরিষদের উপদেষ্টা উদয় শংকর রায়,শিক্ষা বিষয়ক সম্পাদক অর্পণ বড়ুয়া,সমাজ কল্যান বিষয়ক সম্পাদক গীতিকার আজাদ শাহ্,ধর্ম বিষয়ক সম্পাদক মো. মুজিবুল হক, সাহিত্য বিষয়ক সম্পাদক সায়মা আলম,সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী আয়েশা আরেফিন, পাঠাগার বিষয়ক সম্পাদক প্রান্ত বড়ুয়া আদর,ক্রীড়া বিষয়ক সম্পাদক বেলাল হোসেন, নির্বাহী সদস্য বোরহান,ইমন মৃধা প্রমুখ।
অনুষ্ঠানের শেষে সাহিত্য ম্যাগাজিন “গুমাই ” এর মোড়ক উন্মোচন,স্বরচিত কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতায় উত্তীর্ণদের পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।