চট্টগ্রাম এর রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিম মরিয়ম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান বৃহস্পতিবার (৭মার্চ) সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাজিম উদ্দীন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি,দানবীর, শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ ইউসুপ বিএসসি,উদ্বোধক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব নুরুল আমিন কন্টাক্টর।
বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি মুবিনুল হক লেদু এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ রশিদিয়া পাড়া শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ আলী, এস.কে. টেলিকমের প্রোপাইটর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মহিউদ্দিন পারভেজ, মেসার্স হিরা এন্টারপ্রাইজ এর বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ শওকত হোসেন সেতু,মা-মনি এন্টারপ্রাইজ এর প্রোপাইটর বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ রেজাউল করিম,মেসার্স জয়া এন্টারপ্রাইজ এর প্রোপাইটর বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আবদুল জব্বার,মরিয়ম নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল কাদের, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল রহিম প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন আবদুল গফুর,রায়হান, আহমেদ শাহ, এরশাদ আলম, কুতুবুল আলম, হাজী মুফিজুর রহমান, কুতুবউদ্দিন, শামীম রেজা সুমীসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, শিক্ষক পারভীন আকতার,সুভাষ চন্দ্র বড়ুয়া, অরুপরকুমার চক্রবর্তী, আফরোজা সুলতানা, নুপুর বড়ুয়া,বিউটি বিশ্বাস, ইমাম শরীফ, সৈয়দা হামিদা বেগম, শাহেদা ইয়াছমিন,তৌহিদুল আজম, অহিদুজ্জামান চৌধুরীসহ স্থানীয় মান্যগন্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভার শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থী এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।