আগামীকাল বৃহস্পতিবার (২৫ আগষ্ট) রাঙ্গুনিয়ায় রাঙ্গুনিয়া শামসুল উলুম মছিহিয়া মাদরাসার শুভ উদ্বোধন ও পবিত্র শোহাদায়ে কারবালা স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
বুধবার (২৪ আগষ্ট) বিকালে রাঙ্গুনিয়া গাউছিয়া সমিতির সভাপতি জাহেদুল আলম চৌধুরী আইয়ুব শুভ উদ্বোধনের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে আলোকিত রাঙ্গুনিয়ার নিউজ পোর্টালের প্রকাশনা সম্পাদক মুহাম্মদ দেলোয়ার হোসাইনকে এ তথ্য জানান।
তিনি বলেন,অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত বাংলাদেশ এর মান্যবর মহাসচিব ও সৈয়দ বাড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরীকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মাঃজিঃআঃ),প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় গাউছিয়া সমিতির প্রধান উপদেষ্টা ও পোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জহির আহমদ চৌধুরী, উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় গাউছিয়া যুব সমিতির চেয়ারম্যান আল্লামা সৈয়দ তাওছিফুল হুদা (মাঃজিঃআ), প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন,পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসা অধ্যক্ষ আল্লামা মারফতুন্নুর আলকাদেরী,প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাঙ্গুনিয়া রাণীরহাট আল আমিন ফাযিল মাদরাসার আরবী প্রভাষক আল্লামা গাজী আবুল কালাম বয়ানী।
শুভ উদ্বোধন ও মাহফিলে সকলের উপস্থিতি কামনা করে দ্বীনি দাওয়াত প্রদান করেন জাহেদুল আলম চৌধুরী আইয়ুব।