চট্টগ্রামে বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগমন উপলক্ষে ও জনসভা সফল করার লক্ষ্যে রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনায় অটোরিকশা সমিতিরর আয়োজনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে অটোরিকশার শোভাযাত্রা চন্দ্রঘোনা বাজার থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কাপ্তাইয়ে গুরুত্বপূর্ণ সড়ক মরিয়ম নগর চৌমুহনী,রোয়াজারহাট ও ইছাখালী প্রদক্ষিণ শেষে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
চন্দ্রঘোনা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও অটোরিকশা সমিতির সভাপতি জালাল উদ্দীন জেলুর নেতৃত্বে আনন্দ যাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সদস্য আবুল কালাম আজাদ, চন্দ্রঘোনা ইউনিয়ন আ’লীগের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মুহসিন সওদাগর,উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক, সদস্য নুরুল আলম,মো. আইয়ুব, আকতার হোসেন,ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আবদুল করিম,যুবলীগের নেতা রাজিব উদ্দীন রানা,কারানির্যাতিত মহিন উদ্দীন,রাসেল উদ্দীন রানা, প্রফেসার হারুন, ছাত্রলীগের নেতা সাইফুল ইসলাম,রুবেল প্রমূখ।