

কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও তার স্ত্রী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে থাকায় তাঁর সুস্থতা কামনায় রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৬ মে) বিকালে সরফভাটা ইউনিয়ন পরিষদ এর হল রুমে ইউপি চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য শেখ ফরিদ উদ্দিন চৌধুরী উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে সরফভাটা ইউনিয়ন আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কালাম মেম্বার,আবুল কালাম চৌধুরী, খাইরুজ্জামান মেম্বার,জালাল আহমদ,মোহাম্মদ হোসেন, খোরশেদ আলম সুজন, মো. রেজাউল করিম, মো. সবুর, মো. ইউসুফ, মোরশেদ তালুকদার, ইউপি সদস্য মো. রফিক, মো. শহীদুল্লাহ্, সাইফুদ্দিন আজম, নুরুল আলম, দিদারুল আলম, আবদুল মোনাফ, শিরিন আক্তার, যুবলীগ নেতা মঈন উদ্দিন মহির, জামাল উদ্দিন, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম সারেক প্রমুখ।
শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল বয়ান।