

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চুরিকৃত উদ্ধার করা বাচুসহ গরু মালিককে বুঝে দেন পশ্চিম পোমরা নবাবী পাড়া গ্রামের এলাকাবাসী।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে বুড়ির দোকানস্থ হিন্দু পাড়া গ্রামের নির্বাসী গরুর মালিক মনমহন দাশের পুত্র আদিনাথ দাশের কাছে হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন এলাকাবাসী সাবেক আর্মি পারসন আলী আকবর,সাবেক ইউপি সদস্য আবদুল মালেক মেম্বার,পোমরা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহাজাহান, ব্রাইট স্টার ক্লাবের সভাপতি রবিউল হোসাইন মুন্নাসহ স্থানীয় মান্যগন্য ব্যক্তিবর্গ।

গ্রামের এলাকাবাসী আলী আকবর ও শাহাজাহান জানান,মঙ্গলবার সেহরির সময় সংবাদ পাওয়ার সাথে সাথে গ্রামবাসীকে নিয়ে ধরার চেষ্টা করি কিন্তু চোরেরা গরু রেখে পালিয়ে যায়।
তারা জানান,আমরা গ্রামবাসী দীর্ঘদিন ধরে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে। কয়েকমাস ধরে গ্রামে ঘর, গরুসহ পাইপের বিভিন্ন যন্ত্রপাতি চুরে হচ্ছে। প্রতিদিন চুরির উৎপাত বৃদ্ধি পাওয়ায় গ্রামে প্রায় দুইশো মুরুব্বি,যুবকসহ রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী এর সাথে স্বাক্ষাৎ করি,গ্রামের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরি। এ সময় তিনি সরকারের সহযোগিতার আশ্বাস দেয়ার পাশাপাশি গ্রামবাসীকে ঐক্যবদ্ধ হয়ে চোরকে ধরে আইনের কাছে হস্তান্তর করার আহবান জানান।

বাচুসহ গরু ফিরে পাওয়ায় গরুরমালিক নবাবীপাড়া গ্রামবাসীকে ধন্যবাদ জানান এবং প্রশাসনের কাছে দ্রুত চুরদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আহবান জানান।