

চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় দুই বিধবা নারীর থাকার একমাত্র অবলম্বন মাটির ঘর পুড়ে ছাই হয়েছে। সব হারিয়ে খোলা আকাশের নিছে বসবাস করছে সেই পরিবার।
সোমবার (৬ জুন) বিকাল সাড়ে চারটায় সময় উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড গোদারপাড় ফুলতল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া ঘরে বসবাস করতেন দুইজন স্বামী হারা নারী। একজন মৃত মো. বাদশা’র স্ত্রী ফরিদা বেগম ও তার মৃত ছেলের বউ জ্যোৎস্না আক্তার।
ফরিদা বেগম বলেন, ‘শরীর খারাপ করায় আমি বাড়ির ভেতরে বিশ্রাম নিচ্ছিলাম। ছেলের বউ ক্ষেতে কাজ করছিল। হঠাৎ চারিদিকে আগুন দেখতে পেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে এসে কাউখালি ফায়ার সার্ভিসকে খবর দেয়।’
কাউখালি ফায়ার সার্ভিস জানায়, ‘অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে পৌঁছায়। গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে যাওয়ার আগেই সব পুড়ে ছাই হয়ে গেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।’
প্রকাশনা সম্পাদক,মুহাম্মদ দেলোয়ার হোসাইন।