

চট্টগ্রামে অনন্যা আবাসিক এলাকার প্লট মালিকদের মতবিনিময় সভা শুক্রবার (১৮অক্টোবর)বিকালে এভারকেয়ার হসপিটালের বিপরীতে প্লটের সামনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সিআইপি আলহাজ্ব কোরবান আলী’র আহবানে ও সকলের সার্বিক সহযোগীতা সভায় বক্তব্য রাখেন প্লট মালিক এডভোকেট সৈয়দ কামাল উদ্দীন,এমদাদ উল্লাহ ,মো. ইলিয়াস,মো. ইয়াছিন আরাফাত, মোজাম্মেল হক,মিসেস কৃষ্ণা ভট্টাচার্য,শফিউর রহমান, শাহ নাওয়াজ,আবুল কাশেম,জয়নাল আবেদিন,এস.এম রবিউল হাসান,আবুল হাশেম, ঢাকায় হতে ভার্চুয়ালী বক্তব্য রাখেন এডভোকেট আবুল হাসেম।
সভায় বক্তারা অনন্যা আবাসিককে একটি মডেল আবসিক-কে পরিণত করার মত ব্যক্ত করেন এবং বিল্ডিং নির্মানে কোনো সমস্যার সম্মুখীন হলে সবাই ঐক্যবদ্ধ হয়ে সমাধান করার মতামত ব্যক্ত করেন।

এছাড়াও আবাসিকের যে কোন সমস্যার বিষয়ে সিডিএ, পুলিশ কমিশনার,এসপি,থানা,ওয়াপদা ,ওয়াসাসহ এমনকি সিটি করপোরেশন বরাবরে মালিক পক্ষে যোগাযোগ করে সমাধানের পদক্ষেপ গ্রহণ করার মতামত প্রকাশ করেন। মালিকবৃন্দ অনন্যা আবাসিকের ২৫% বাড়ি বিল্ডিং নির্মিত হওয়ার আগ পর্যন্ত কোন সমিতি, হাউজিং , কমিটি ,সোসাইটির নাম দিয়া কোন ভর্তি ফি, মাসিক ,বাৎসরিক চাঁদা চাওয়া- নেওয়া অর্থলোপাট -কেলেংকারীর যুগে মোটেই সঠিক হইবেনা মর্মে মতামত ব্যক্ত করেন এবং কোন চাঁদা টাকা চাওয়া-নেওয়া ছাড়া মানব কল্যাণ ও সেবার মানষিকতা নিয়ে অনন্যার সার্বিক উন্নয়নে কাজ করে যাওয়ার জন্য মালিকগণ দৃঢ় প্রত্যয় প্রকাশ করেন।
সভায় প্লট এর মালিক সিআইপি আলহাজ্ব কোরবান এই মতবিনিময় সভার আহবান করায় সকলে ধন্যবাদ জানান এবং আগামীতে তার আহবানে আবারও ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।