

চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় নবাগত রাঙ্গুনিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও জনাব কামরুল হাসান এর সাথে সৌজন্যে স্বাক্ষাৎ করেন রাঙ্গুনিয়া উপজেলা আহলে সুন্নাত ও ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দ।
আজ বুধবার(১৬ এপ্রিল) বিকালে উপজেলার ইউএনও কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় রাঙ্গুনিয়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের প্রধান সমন্বয়ক পীরজাদা মাওলানা গোলামুর রহমান আশরফ শাহ, রাঙ্গুনিয়া উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি করিম উদ্দিন হাছান,পৌরসভা ইসলামী ফ্রন্টের সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান জামী,উপজেলা ইসলামী ফ্রন্টের সিনিয়র সহ সভাপতি মাওলানা করিম উদ্দিন নুরী, সহ সভাপতি আকতার হোসেনসহ ইসলামী ফ্রন্ট নেতা মাওলানা মুহাম্মদ এস এম কাদের প্রমুখ।
রাঙ্গুনিয়ার সার্বিক শান্তি ও শৃঙ্খলা রক্ষায় একযোগে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা ও সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রাখার আহবান জানান ইউএনও।